দলীয় কর্মীকে মারধর, কমিটি ঘোষণার পরদিন দুই নেতাকে অব্যাহতি

2 months ago 8

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদ্য ঘোষিত কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতার হলেন, ঘোষিত কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন সরকার শিরিন।

চিঠিতে বলা হয়, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা ও চিলমারী উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেইসঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যহতি দেওয়া হলো।

দলীয় কর্মীকে মারধর, কমিটি ঘোষণার পরদিন দুই নেতাকে অব্যাহতি

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, কমিটি গঠনের পর দ্বন্দ্বে একজন দলীয় কর্মীকে মারধরের ঘটনা ঘটে। সে ঘটনায় অভিযুক্ত হওয়ায় দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাংগঠনিক প্রক্রিয়ায় কমিটি দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে সবাইকে জায়গা দেওয়ার সুযোগ নেই। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন হবে, সেখানে অনেকে জায়গা পাবে। এরমধ্যে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর চেয়েও কঠোর সিদ্ধান্ত আসতে পারে।

তবে অব্যাহতির পর ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন। এর সঙ্গে আমাদের কেউ জড়িত না। তদন্ত না করেই জেলা কমিটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।

রোকনুজ্জামান মানু/এমএন/এএসএম

Read Entire Article