দলীয় কোটায় বুদ্ধিজীবীর তালিকা আর দেখতে চাই না : ফারুক হাসান 

3 weeks ago 10

মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গণঅধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ফারুক হাসান বলেন, ’৭১ পরবর্তী সময়ে ৫৪ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের একটি নির্ভুল সঠিক তালিকা আজও আমরা পাইনি। দেশ স্বাধীন হওয়ার পর যারা ক্ষমতার চেয়ারে বসছে তারাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

দলীয় কোটা, ভাই কোটা, আপা কোটা, গোপালগঞ্জ কোটায় শহীদদের তালিকা আমরা দেখেছি বিগত দিনগুলোতে। যা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে পুরোপুরি প্রতারণা। আমরা তরুণদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিনির্মাণ করব। ভারতের বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাস আর বাংলাদেশে চলবে না।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, গণঅধিকার পরিষদের আজকের এই শ্রদ্ধা নিবেদন পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে একটা কথায় বলব, আর যাতে বাংলাদেশে দলীয় বিবেচনায় বুদ্ধিজীবীর নামে বিকলাঙ্গজীবী তৈরি না হয়।

Read Entire Article