দলে বড় পরিবর্তন এনে দুর্দান্ত কামব্যাক বার্সার

11 hours ago 4

আবারও জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। এক মাসে প্রথম জয় পেয়েছে তারা। লা লিগায় টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ভয়ংকর রূপে কামব্যাক করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি মৌসুমের চেনা রূপে ফেরার ম্যাচে মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। জোড়া গোল করেছেন রাফিনহা।

গতকাল মঙ্গলবার মায়োর্কার মাঠে দল গঠনে চমক দেখান বার্সা কোচ ফ্লিক। সব ধরনের প্রতিযোগিতায় আগের ২০ ম্যাচে শুরুর একাদশে থাকা রবার্ট লেওয়ানডস্কিকে বিশ্রামে পাঠান তিনি। তার পরিবর্তে দলে ফেরেন লামিন ইয়ামাল। গোড়ালির ইনজুরিতে পড়া স্প্যানিশ তারকা প্রায় এক মাস পর বার্সার জার্সি গায়ে পরেন।

ইয়ামাল ছিটকে যাওয়ার পর একরকম নেতিয়ে পড়েছিল বার্সা। এক মাসে লা লিগায় মাত্র এক পয়েন্ট পেয়েছিল ক্লাবটি। ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের ফেরার সঙ্গে সঙ্গেই যেন আবারও জ্বলে উঠলো বার্সা।

মঙ্গলবার প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে নিজেদের শক্তি প্রদর্শন করে বার্সা। একে একে চারবার স্বাগতিকদের জাল কাঁপায় ফ্লিকের দল। জোড়া গোল করেন রাফিনহা। আর একটি পেনাল্টি আদায় ও একটি অ্যাসিস্ট করেন ইয়ামাল।

ম্যাচের ফ্লিক বলেন, ‘লামিন সবসময়ই গুরুত্বপূর্ণ। মানের দিক থেকে সে আমাদের দলে বড় পার্থক্য। অবশ্যই সে আজ এক বা দুটি গোল করতে পারতো। শেষদিকে সে পেনাল্টি আদায় করে ও গোলে সহায়তাও করে।’

ফ্লিক আরও বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তার গুণ এবং আমাদের এটা দরকার। সত্যিই হলো, শুধু সে (ইয়ামাল) একাই ভালো খেলে না; অন্য খেলোয়াড়রাও (ভালো খেলে)। আমি সবসময় সেন্টার ডিফেন্ডারের কথা বলি। আমাদের স্টাইল অনুসারে এটা সবসময় সহজ নয়। কিন্তু তারা সত্যিই ভালো করছে।’

এমএইচ/এমএস

Read Entire Article