লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার সময় ওই সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।
এর আগে সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় নির্মাণকাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেন। এতে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়।
আরও পড়ুন
- দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিলো বিএসএফ
- সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় পণ্ড
- সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলার) দহগ্রাম কলোনিপাড়া এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে শূন্যরেখার মাত্র ৩ থেকে ৫ গজ বাদ দিয়ে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করা হয়। খবর পেয়ে শনিবার সকালে সেখানে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদেস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সভায় অংশ নেন।
বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।
আরও পড়ুন
বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, নতুন করে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় বেড়া নির্মাণ করেছে। আমরা বলেছি এসব মৌখিক কথা মানি না। তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে।
এর আগে ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া দিয়েছিল বিএসএফ। এতে বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
রবিউল হাসান/এমকেআর