দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা, চালক নিহত

3 months ago 49
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ১০ যাত্রী। শনিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার নিমসার পরিহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন লরিচালক বিপ্লব বাবু (৩৫)। তিনি দিনাজপুর সদর এলাকার সুলতান আহমেদের ছেলে।  ময়নামতি হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রড নিয়ে ঢাকা যাচ্ছিল একটি লরি। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে রডবোঝাই লরিটিকে রাস্তার পাশে থামায় চালক। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস লরিটিকে ধাক্কা দেয়।  এ সময় বাস ও লরির মাঝে পরে ঘটনাস্থলেই লরিচালক বিল্পব মারা যায়। দুর্ঘটনায় বাসের একটি অংশ দুমড়েমুচড়ে যায়। এতে নারী-শিশুসহ ১০ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ, লরি ও বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Read Entire Article