দাঁত তুলতে যাওয়া শিশুকে যৌন হয়রানি, ডেন্টিস্ট আটক

2 months ago 31
কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে গেলে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে ডেন্টিস্ট নিহান আহমেদকে (২৫) আটক করেছে পুলিশ।  শুক্রবার (৩০ মে) ভেড়ামারা থানার ওসি রাকিবুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার পরপরই তাকে আটক করা হয়।  নিহান আহমেদ পৌরসভার গোডাউন মোড়ে রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী এবং উপজেলার মোকাররমপুর ইউনিয়নের গোলাপ নগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে।  শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা তাকে দাঁত তুলতে ডেন্টিস্ট নিহালের চেম্বারে নিয়ে যায়। দাঁত তোলা হয়ে গেলে নিহাল তার বাবাকে বাইরে যেতে বলে। এমন সময় সুযোগ বুঝে শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে শিশুটিকে চাকু দিয়ে ভয় দেখায়, যাতে সে কাউকে এ ঘটনা না বলে। পরবর্তী সময়ে শিশুটি তার মা-বাবাকে বলে। তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ডেন্টিস্টকে আটক করে। ওসি রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, যৌন নিপীড়নের ঘটনাটি জানাজানি হলে পুলিশ ডেন্টিস্ট নিহানকে আটক করে। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Read Entire Article