দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা

2 months ago 33

লহ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে মাহফিল আয়োজকরা এ কথা জানান।

জানা গেছে, লহ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয়।

দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব জানান, শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টা থেকে লহ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যা শুরুর কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে আলমগীর কমিশনার মাহফিল বন্ধ রাখতে বলেন। এ্যানিকে দাওয়াত না দেওয়ায় তিনি এটি বন্ধ করেছেন বলে জানান। তার (আলমগীর) দাবি ছিল, এ্যানি চৌধুরী তাকে ফোনে জানিয়েছে মাহফিল বন্ধ করতে। এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন, বিদ্যুৎ সংযোগ ও মাইকের তার কেটে দেওয়া হয়েছে। ফলে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ রাখা হয়েছে।

দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা

তবে আলমগীর হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম লহ্মীপুর-৩ আসনের এমপি প্রার্থী। মাহফিলে রেজাউলকে অতিথি করা হয়েছে। এছাড়া এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে প্রতিবছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কিছুই জানানো হয়নি। আমি যেহেতু বিএনপির রাজনীতি করি। এজন্য আমাকে বিষয়টি জানাতে পারতো। তখন কে বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত। এ্যানি চৌধুরীকেও দাওয়াত দেওয়া যেতো। আমি এসব বলেছি। তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি। এ্যানি চৌধুরী মাহফিলের বিষয়ে কিছুই জানেন না। এনিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি।

কাজল কায়েস/এএইচ/এএসএম

Read Entire Article