দাবানল নিয়ে যা বললেন প্যারিস হিলটন, মুর ও প্রিয়াঙ্কারা

18 hours ago 5

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বুধবার (৮ জানুয়ারি) অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে, চরম চাপের মুখে পড়েছে অগ্নিনির্বাপণ ও পানি সরবরাহ ব্যবস্থা। হলিউডের তারকাদের বাড়িও আগুনে পুড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরসহ অনেক তারকা। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে হলিউডের তারকারা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

আগুন নেভানোর জন্য দিন-রাত কাজ করছেন দমকলকর্মীরা। তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন বলিউড ও হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। হলিউডেও তিনি এখন বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ। তাই এ ঘটনায় যে তিনিও উদ্বিগ্ন, তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়া প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন, তাদের শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। রাত জেগে যারা কাজ করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে যাচ্ছেন তাদের ধন্যবাদ।’

এর আগেও দাবালনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছিলেন, ‘দাবানলে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস অন্যতম অভিজাত এলাকা। এখানে রয়েছে অনেক হলিউড তারকাদের বাড়ি। প্যারিস হিলটন গণমাধ্যম থেকে জেনেছেন দাবানলের খবর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’ তিনি আরও জানান, এই বাড়ির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সবকিছু। তার পরিবারের সদস্য এবং পোষা প্রাণীদের নিরাপদ স্থান সরিয়ে নেওয়া হয়েছে।

 
 
 
View this post on Instagram

A post shared by Mandy Moore (@mandymooremm)

এ ছাড়াও ম্যান্ডি মুর এবং ক্যারি এলওয়েসের মতো অন্যান্য তারকারা ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সম্পদ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন। পাসাডেনার কাছে আলতাডেনা এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ম্যান্ডি মুরও ইনস্টাগ্রামে তার শোক ও ধ্বংসযজ্ঞের কথা প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘সত্যি বলতে, এত লোকের মৃত্যুতে আমি হতবাক এবং প্রাণহীন বোধ করছি ৷’ তিনি লিখেছেন যে আগুনে কেবল তার বাড়িই নয়, তার সন্তানদের স্কুল এবং তার প্রিয় স্থানীয় রেস্তোরাঁও ধ্বংস হয়েছে। ক্যারি এলউইস, যিনি ‘দ্য প্রিন্সেস ব্রাইড’-এ অভিনয়ের জন্য জনপ্রিয়, তিনি নিশ্চিত করেছেন যে তার পরিবার নিরাপদে আছে কিন্তু তাদের বাড়ি আগুনে পুড়ে গেছে ।

 
 
 
View this post on Instagram

A post shared by Paris Hilton (@parishilton)

জেমি লি কার্টিস, মার্ক হ্যামিল এবং জেমস উডসের মতো অন্যান্য বিখ্যাত তারকারাও তাদের নিরাপদে এলাকা ছেড়ে যাওয়ার অভিজ্ঞতার কথা অনুরাগীদের জানিয়েছেন। উডস তার আশপাশের এলাকায় আগুনের শিখা পৌঁছানোর একটি ভিডিও পোস্ট করেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি নিরাপদে এলাকা ছেড়েছেন।

এমএমফ/জিকেএস

Read Entire Article