চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন অফিসে মামার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্লক খুলতে এসে মো. সাবের (২২) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সাবের পটিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মো. সাবের নামে এক যুবক উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।
এসময় তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ায় আনোয়ার কামালের এনআইডি কার্ড অনলাইনে ব্লক (স্থগিত) করে নির্বাচন কমিশন। এসময় সন্দেহ হলে সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে।
উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে সাবের জানিয়েছে, ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন তিনি। পরে ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করেন। এখন পটিয়ার একটি মাদরাসায় পড়াশোনা করছেন। এবার তিনি এসেছেন তার মামা রোহিঙ্গা আনোয়ার কামালের এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমডিআইএইচ/এমএএইচ/এমএস