দাবাড়ু জিয়াউরের পরিবারে পাশে দাঁড়ালেন তামিম

1 week ago 9

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার দাবাড়ু জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর তার পরিবার পড়েছে গভীর সংকটে। জিয়ার মৃত্যু ক্রীড়াঙ্গনে বড় শূন্যতা তৈরি করেছে, আর তার পরিবারের জীবনে এনেছে নতুন চ্যালেঞ্জ। জিয়ার স্ত্রী লাবণ্য এবং একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া—যিনি নিজেও একজন ফিদে মাস্টার—এখনও এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে সংগ্রাম করছেন।

এই কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জিয়ার পরিবারের সাহায্যে তামিম পাঁচ লাখ টাকা দিয়েছেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জিয়ার স্ত্রী লাবণ্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তামিম তাদের প্রতি যে উদারতা দেখিয়েছেন, তা অত্যন্ত মানবিক। তামিম তার ছেলে তাহসিনকে পড়াশোনা এবং দাবা খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও দিয়েছেন।

তামিমের উদার সহায়তার পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সহায়তার আশ্বাস এসেছে। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তাদের আবেদন জমা দিতে বলেছেন, যাতে ভবিষ্যতে তাহসিনের দাবা ক্যারিয়ারে সহযোগিতা করা সম্ভব হয়।

তাহসিন তাজওয়ার জিয়া বর্তমানে একজন উদীয়মান দাবাড়ু এবং সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডসহ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তার বাবার স্বপ্ন ছিল যে তিনি একদিন সুপার গ্র্যান্ডমাস্টার হবেন, এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে এখন বিসিবি ও তামিমের সমর্থন তাকে প্রেরণা জোগাবে।

Read Entire Article