দাম বাড়ছে মোবাইল ফোনের

5 months ago 60

দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনের দাম স্বাভাবিকভাবেই বাড়তে পারে।

আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় তিনি মোবাইল ফোনের ওপর ভ্যাট বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।

উল্লেখ্য, নির্বাচিত সরকার অনুপস্থিত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবারের বাজেট ঘোষণা করা হয়। সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু এবছর ৫ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায় ব্যতিক্রমভাবে সোমবার (২ জুন) বাজেট ঘোষণা করা হলো।

প্রথা অনুযায়ী বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিলে উল্লিখিত রাজস্ব নীতিমালা, কর, ভ্যাট ও শুল্কহার কার্যকর করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ফলে বাজেট ঘোষণার দিন থেকেই মোবাইল ফোনে ভ্যাট বৃদ্ধির প্রভাব বাজারে পড়তে শুরু করবে।

Read Entire Article