চলন্ত ট্রেনে ঢুকে পড়ল ঈগল, চালক আহত

11 hours ago 11

মাঝ আকাশে পাখির কারণে উড়োজাহাজকে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় বলে প্রায়ই শোনা যায়। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। চলন্ত ট্রেনে ঢুকে পড়েছে একটি ঈগল। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন। 

শনিবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ জেলায় একটি ট্রেনে উড়ে এসে একটি ঈগল পাখি ধাক্কা খেয়েছে। এ ঘটনায় ট্রেনচালক (লোকোমোটিভ পাইলট) আহত হন। শনিবার এই অদ্ভুত দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বারামুল্লা-বানিহাল ট্রেনে বিজবেহারা ও আনন্তনাগ স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঈগলটি চালকের কেবিনের ভেতরে মেঝেতে পড়ে আছে। এ সময় আর সামনের কাচ ভেঙে একটি বড় গর্ত তৈরি হয়েছে। আশপাশে ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। ভিডিওতে চালককে রেডিওর মাধ্যমে যোগাযোগ করতে ও কাজ চালিয়ে যেতে দেখা গেছে। তবে তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, ট্রেনটিকে আনন্তনাগ রেলস্টেশনে থামানো হয়েছে। এরপর সেখানে চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈগলটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগেও চলতি বছরের সেপ্টেম্বর মাসেও একই ঘটনা ঘটেছে। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে একটি ঈগল বিমানে ধাক্কা দেয়। এর ফলে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট বাতিল করা হয়।

ওই সময়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, বিজয়ওয়াড়া-বেঙ্গালুরু ফ্লাইটে ব্যবহৃত বিমানটি উড্ডয়নের আগেই সন্দেহভাজন বার্ড স্ট্রাইকের মুখে পড়ে। ফলে যাত্রা বাতিল করা হয়। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে ঘটনাটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

The king of skies, now frightened in a corner of the engine cabin ,struck by the speeding trains windscreen of running train between Bijbehara and Anantnag.
Even strength has moments of helplessness. Natures grace meets human speed.
Thank God, both the eagle & pilot are safe. pic.twitter.com/LAGsoLIiAJ

— Ranjan jotshi (@RanjanJotshi) November 8, 2025

 

 

Read Entire Article