দামেস্কে শিক্ষার্থীরা স্কুলে যেতে শুরু করেছে

1 month ago 23

সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে দেখা গেছে। এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো তারা ক্লাসে অংশ নেয়। এর আগে দেশটিতে গঠিত নতুন অন্তর্বর্তী সরকার শহরের সব স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয়। 

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৮ ডিসেম্বর ইসলামপন্থিগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ক্ষমতা দখলের পর সিরিয়ার রাজধানীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দৈনন্দিন জীবনেও মৃদু গতির সঞ্চার করেছে।

দামেস্কের বাসিন্দা তিন সন্তানের মা রাঘিদা ঘোসন বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠাতে বলেছে। আগামী দুই দিনের মধ্যে ছোটরাও স্কুলে ফিরে যাবে। তিনি এএফপিকে বলেন, আমরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছি, তারা স্কুলে ফিরতে পেরে খুশি। 

কর্মকর্তারা জানিয়েছেন, আরব দেশগুলোর সাপ্তাহিক প্রথম কর্মদিবস রোববার দেশজুড়ে বেশিরভাগ স্কুল খুলেছে। তবে পরিস্থিতির অনিশ্চয়তার কারণে কিছু অভিভাবক তাদের সন্তানদের ক্লাসে পাঠাচ্ছেন না।

একজন স্কুল কর্মচারী বলেন, ৩০ শতাংশের বেশি স্কুল ছাত্র-ছাত্রী রোববার ক্লাসে ফেরত আসেনি, তবে ধীরে ধীরে এদের উপস্থিতি বাড়বে।

বিশ্ববিদ্যালয়গুলোও আবার কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। তবে রোববার প্রশাসনিক কর্মীদের কাজে উপস্থিতি ছিল কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় কর্মী বলেন, সবকিছু এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। স্বাভাবিক হতে এখনো সময় লাগবে।

সিরিয়ায় কর্ম সপ্তাহের প্রথম দিন রোববার অনেক লোকই স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে শুরু করেছে। ব্যবসায়িক জীবনও নতুনভাবে শুরু হয়েছে। মানুষ সবকিছু নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নতুন সরকারও চেষ্টা করছে কীভাবে প্রশাসনিক কার্যক্রম নতুন করে শুরু করা যায়। 

Read Entire Article