দাম্পত্যের ছয় বছরের সুর থেমে গেল, কণার বিচ্ছেদ

2 months ago 5
প্রায় ছয় বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। চলতি বছরের ১৬ জুন ব্যবসায়ী মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে নিজেই জানিয়েছেন এই গায়িকা। বুধবার (২৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন কণা। স্ট্যাটাসে তিনি লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছায় হয়। তেমনি যেকোনো বিচ্ছেদও ঘটে তারই ইশারায়। তিনি আরও লেখেন, আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি ও গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এই সিদ্ধান্ত দুজনের জন্যই ছিল অত্যন্ত কঠিন বলে উল্লেখ করেন কণা। তবে বিষয়টি তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সুষ্ঠুভাবে মেনে নিয়েছেন। কণা লিখেছেন, আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। বর্তমানে নিজের গান নিয়েই ব্যস্ত থাকতে চান বলেও জানান কণা। তিনি লেখেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। শেষে কণা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণা। সেই সম্পর্কের ছয় বছরের মাথায় এসে শেষ হলো এই দম্পতির পথচলা।
Read Entire Article