ট্র্যাব অ্যাওয়ার্ডে সেরা পরিচালক মুক্তি মাহমুদ
মানুষের জীবন যেন এক অদ্ভুত চলচ্চিত্র। কারও জীবনের দৃশ্যপট রঙিন, কারও সাদা-কালো। আবার কারওটা একেবারেই অসম্পূর্ণ খসড়া। কিন্তু কিছু মানুষ আছেন, যারা তাদের স্বপ্ন আর শ্রম দিয়ে জীবনের ক্যানভাসে নতুন ছবি আঁকেন। মুক্তি মাহমুদ তেমনই এক মানুষ।
২০ সেপ্টেম্বর ২০২৫, ঢাকার জাতীয় প্রেস ক্লাবের উজ্জ্বল মঞ্চে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘ট্র্যাব’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হলো ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫’।
শ্রেষ্ঠ পরিচালকের এই সম্মান তিনি অর্জন করেছেন তার নির্মিত ডকুমেন্টারি ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’-এর জন্য।
মুক্তি মাহমুদের চোখে সবসময়ই থাকে ক্যামেরার লেন্সের মতো দৃষ্টি— সচেতন, অনুসন্ধানী আর মানবিক। ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসতেন। সেই আঁকিবুকি ধীরে ধীরে রূপ নিয়েছে চলচ্চিত্রের ফ্রেমে। তিনি একাধারে নাট্যকার, প্রযোজক, অভিনয়শিল্পী এবং নির্মাতা। তার ক্যারিয়ারে রয়েছে শতাধিক বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি, নাটক ও টেলিফিল্ম। কাজ করেছেন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে দেশের নানা প্রতিষ্ঠানের সঙ্গে।