দারাজ ১১.১১ : বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’

8 hours ago 5
দেশের ই-কমার্স খাতের পথপ্রদর্শক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ আবারও নিয়ে আসছে বছরের সবচেয়ে বড় বিক্রয় উৎসব ‘দারাজ ১১.১১’। এবারের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ‘দ্য রিয়েল বস’। আগামী ১০ নভেম্বর রাত ৮টা থেকে শুরু হবে এই শপিং উৎসব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এতে গ্রাহকরা টানা প্রায় দুই সপ্তাহ উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ছাড়, পুরস্কার ও এক্সক্লুসিভ অফার। এবারের ১১.১১ ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। ফ্ল্যাশ সেল, হট ডিল, মেগা ডিল ও বিশেষ ‘১১/১১১/১,১১১/১১,১১১’ টাকার ডিলের পাশাপাশি থাকছে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্র্যান্ড রাশ আওয়ার অফার। ৩৯৯ ও ৭৯৯ টাকার বেশি অর্ডারে থাকছে ফ্রি ডেলিভারি ও ডেলিভারি ডিসকাউন্টের সুবিধা। এ ছাড়া জনপ্রিয় ১ টাকার গেম-এ অংশ নিয়ে গ্রাহকরা পাচ্ছেন অসাধারণ পুরস্কার জেতার সুযোগ। এই গেমে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে। ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীরা নির্ধারিত ১ টাকার পণ্য অর্ডার করে প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। বিজয়ীদের নির্ধারণ করা হবে ডেলিভারি সম্পন্ন হওয়া অর্ডারের মোট মূল্যের ভিত্তিতে। গ্র্যান্ড প্রাইজের জন্য অন্তত ৩০০ টাকার ডেটল পণ্য কেনা বাধ্যতামূলক। দারাজ জানিয়েছে, এবারের ১১.১১ হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও বড় ও সুবিন্যস্ত আয়োজন। ক্যাম্পেইন শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টায় মিডনাইট রাশ আওয়ারের মাধ্যমে। ক্যাম্পেইনে অংশ নিচ্ছে দেশের ও আন্তর্জাতিক বাজারের বড় বড় ব্র্যান্ডগুলো।
Read Entire Article