দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ ব্যক্তিকে ভারতের পুশইন

3 months ago 54

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ মোট ১৩ ব্যক্তিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার ধর্মপুর ইউপির এনায়েতপুর সীমান্তে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে তাদের পুশইন করা হয়।

এসময় টহলরত অবস্থায় বিজিবি স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১১ জন নারী এবং দুজন পুরুষ।

এ ব্যাপারে বিজিবি-৪২ এর সিও লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সক্ষম এবং প্রস্তুত আছে। পুশইন ঠেকাতে সব রকম ব্যবস্থা নিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ১৩ জনকে আটক করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাইবাছাইয়ের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

Read Entire Article