দিনাজপুরে কলেজ থেকে বিলুপ্ত প্রজাতির প্যাঁচা উদ্ধার

5 days ago 3

দিনাজপুরের বিরলে বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচার একটি বাচ্চা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বোর্ডহাট কলেজের একটি ক্লাসরুম থেকে এটি উদ্ধার করা হয়।

বর্তমানে দিনাজপুরের রামসাগর দিঘি জাতীয় উদ্যানে বন বিভাগের তত্ত্বাবধানে প্যাঁচাটির চিকিৎসা চলছে। ধুসর বর্ণের প্যাঁচাটির ওজন প্রায় এক কেজি।

জানা যায়, সকালে বোর্ডহাট কলেজের কর্মচারী শাহীন ক্লাসরুম খুলতে গিয়ে প্যাঁচার বাচ্চাকে দেখতে পান। পরে কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিধান দত্তকে সঙ্গে নিয়ে প্যাঁচাটিকে উদ্ধার করেন তিনি।

দিনাজপুরে কলেজ থেকে বিলুপ্ত প্রজাতির প্যাঁচা উদ্ধার

এরপর বিষয়টি বন বিভাগকে জানানো হলে বিরল ধর্মপুর বন বিট অফিসার মহসীন আলী ঘটনাস্থলে পৌঁছে প্যাঁচাটি নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রামসাগর দিঘি জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তার।

বিরল ধর্মপুর বন বিট অফিসার মহসীন আলী জানান, উদ্ধার হওয়া প্যাঁচাটি বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা। অসুস্থ থাকায় এটিকে উন্নত চিকিৎসার জন্য রামসাগর দিঘি জাতীয় উদ্যানে হস্তান্তর করা হয়েছে। সুস্থ হলে প্রকৃতির মাঝে অবমুক্ত করা হবে।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

Read Entire Article