দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মাধব রায় (২৪) এবং দিপু রায় (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সার্জেন শেখ আরেফিন ইমরোজ জানান, ঠাকুরগাঁওয়ের নারগুন খেজুর বাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাধব রায় নিহত হন। আর আহত দিপু রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস