দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া শিকার

3 months ago 40

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন হাসান মাহমুদ। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন জসুয়া ডি সিলভাকে (১৪)।

নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন হাসান। এই উইকেটে অবশ্য বড় অবদান গালিতে ফিল্ডিং করা জাকির হাসানের। বাজপাখির মতো শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। আলজেরি জোসেফ ফেরেন ৪ রানেই।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের খাতায় ১১ রান যোগ হতেই ২টি উইকেট হারিয়ে বসেছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ২৬১ রান। জাস্টিন গ্রেভস ১৮ আর কেমার রোচ ০ রানে অপরাজিত্ আছেন।

এমএমআর/জেআইএম

Read Entire Article