বলিউডের কিংবদন্তি প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সায়রার হাঁটুতে দুটি ক্লট ধরা পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডিএনএ।
তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর থেকে সায়রা বানুর শারীরিক অবস্থা ভাল নেই।
বাড়িতে তিনি ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
১৯৬৬ সালে বয়সে বাইশ বছরের ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ কুমার। সেই সময় এই বিয়ে নিয়ে বলিপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’ এবং ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেন। তবে দিলীপের সংসারে মন দিতেই নিজের ক্যারিয়ারকে ছেড়েছিলেন সায়রা।
দিলীপকেই জীবনের মূলমন্ত্র করেছিলেন তিনি। কিন্তু ১৯৮১ সালে ফের বিয়ে করেন দিলীপ। হঠাৎ করে স্বামী ছেড়ে যাওয়ায় ভেঙেও পড়েছিলেন সায়রা। তবে দিলীপের প্রতি ভালবাসা একটুও কমেনি। বরং দিলীপ সাহাবের কথা উঠলেই সায়রা বলতেন দিলীপ কুমার আমার কাছে কোহিনুর।
দিলীপ কুমারের দ্বিতীয় বিয়ে টিকে ছিল মাত্র দুই বছর। প্রেমের টানে ফের সায়রার কাছেই ফিরে আসেন তিনি। ২০২১ সালের জুলাই মাসে প্রয়াত হন দিলীপ কুমার। নিজের বায়োগ্রাফিতে দিলীপ কুমার লিখে গিয়েছিলেন, ‘দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।’
২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তার নিঃসঙ্গতা বোধের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তার শরীর খারাপ হয়েছে। কিন্তু তার প্রিয় ‘দিলীপ সাহাব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে।
সায়রার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
এমআই/এলএ/এমএস