দিল্লি থেকে দেওঘরে পাঠানো হয় বিমান বাহিনীর প্লেন। সেই প্লেনে করেই দু’ঘণ্টার বেশি বিলম্বে ঝাড়খণ্ডের দেওঘর ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার দুপুরে যে প্লেনে করে ঝাড়খণ্ডের দেওঘর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোদীর, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সে কারণে প্লেনটির উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত দিল্লি থেকে পাঠানো প্লেনে করে দেওঘর থেকে রওনা দেন দেশটির প্রধানমন্ত্রী।
জানা গেছে, শুক্রবার ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে উদ্যাপিত হয়। আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন।
তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন মোদী। দু’টি জনসভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার।
কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তার জন্য নির্ধারিত প্লেনটি উড্ডয়ন করা যায়নি। আপাতত দেওঘর বিমানবন্দরেই প্লেনটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম