দীঘিনালায় যৌথ অভিযানে ইয়াবা তৈরির মেশিনসহ আটক ১
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ও দীঘিনালা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও মাদকদ্রব্যসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম সবুজ কুমার দে (২৯), সে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার মধু সুদন দে এর সন্তান। সোমবার (৫ জানুয়ারি) বিকালে দীঘিনালা থানাধীন ১নং মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত জুমঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের একটি টিম ও দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি লোহার তৈরি মেশিন, যা ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত হয়, হালকা গোলাপী রঙের ১০ পিছ মাদকদ্রব্য ইয়াবা, যার মধ্যে ১ পিছ মধ্যখানে ভাঙা অবস্থায় ছিল এবং ইয়াবা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার বলেন, 'এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে'।
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ও দীঘিনালা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও মাদকদ্রব্যসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম সবুজ কুমার দে (২৯), সে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার মধু সুদন দে এর সন্তান।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে দীঘিনালা থানাধীন ১নং মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত জুমঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের একটি টিম ও দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি লোহার তৈরি মেশিন, যা ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত হয়, হালকা গোলাপী রঙের ১০ পিছ মাদকদ্রব্য ইয়াবা, যার মধ্যে ১ পিছ মধ্যখানে ভাঙা অবস্থায় ছিল এবং ইয়াবা তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ ইকবাল বাহার বলেন, 'এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে'।
What's Your Reaction?