চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ) প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-২০-এর দুই আসনের একটি সংস্করণকে নিজেদের বিমানবহরে যুক্ত করেছে। ‘জে-২০এস’ নামে পরিচিত এই উন্নত সংস্করণটি একজন পাইলট ছাড়াও একজন ওয়েপন সিস্টেমস অফিসার (WSO) বহনের সক্ষমতা রাখে, যা যুদ্ধের সময় মিশন ভাগাভাগি করে পরিচালনা এবং দীর্ঘমেয়াদি অপারেশনে কার্যকর সহায়তা দিতে পারবে বলে ধারণা... বিস্তারিত