সেন্টমার্টিনে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। একেকটা ইলিশের ওজন দেড়-দুই কেজি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজারে।
বুধবারসহ (৬ আগস্ট) গত দুদিনে একশত মণের বেশি ইলিশ ধরা পড়ছে।
জেলে ও ব্যবসায়ীরা জানায়, এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে সাগরে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক দেখা হলে জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। পরে ঝাঁকে ঝাঁকে জালে ধরা পড়তেছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকা ও দুই কেজির বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে।
'
ট্রলার মালিক হাফেজ আহমেদ বলেন, ‘ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। এগুলোর প্রতিটি ওজন দেড়-দুই কেজি হবে। মাছগুলো একসঙ্গে সাড়ে দুই লাখ টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, ‘যেসব ট্রলার মালিক বা জেলে রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ। এটা অত্যন্ত সুখবর। শুনেছি দুদিনে ট্রলার মালিকরা আনুমানিক একশত মনের অধিক রুপালি ইলিশ পেয়েছেন।’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রুপালি ইলিশ এক কেজির চেয়ে বেশি হলে অনেক সুস্বাদু হয়। এখন যেহেতু জেলের জালে সাগরের বড় ইলিশ ধরা পড়ছে সেগুলো স্বাদও ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা সরকারি ৬৫ দিন বিধিনিষেধ মানার কারণে তারা সুফল পাচ্ছেন।’
জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস