দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নয় : জাপানি মেয়র

4 hours ago 5
জাপানের আইচি প্রিফেকচারের টয়োয়াকে শহর প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের আহ্বান জানিয়েছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবাইকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে এই উদ্যোগ, যার উদ্দেশ্য অনলাইন আসক্তি ও ঘুমের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি কমানো। খবর দ্য গার্ডিয়ান। সম্প্রতি শহরের মেয়র মাসাফুমি কোকি বলেন, এই প্রস্তাব মূলত সচেতনতার জন্য, বাধ্যতামূলক নয়। শিশুদের রাত ৯টার পর এবং কিশোর–কিশোরী ও প্রাপ্তবয়স্কদের রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। তবে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করেছেন। আবার কেউ মনে করছেন, দিনে মাত্র দুই ঘণ্টার সীমা বাস্তবসম্মত নয়। ঘোষণার পর চার দিনের মধ্যে প্রায় ৮০ শতাংশ প্রতিক্রিয়াই এসেছে সমালোচনামূলক ভঙ্গিতে। কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় অনীহা, স্কুল ফাঁকি দেওয়া, এমনকি প্রাপ্তবয়স্কদের পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন বাড়ছে। মেয়রের আশা, এই প্রস্তাব অন্তত পরিবারগুলোকে স্মার্টফোন ব্যবহারের সময় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। এর আগে ২০২০ সালে জাপানের আরেকটি অঞ্চলে শিশুদের গেম খেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল—প্রতিদিন ১ ঘণ্টা এবং ছুটির দিনে ৯০ মিনিট। তবুও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জাপানি কিশোরেরা গড়ে প্রতিদিন ৫ ঘণ্টারও বেশি সময় কাটাচ্ছে অনলাইনে। সূত্র : দ্য গার্ডিয়ান
Read Entire Article