দুই বছর পর ওয়ানডেতে দিলারা

2 hours ago 5
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। দ্বিতীয় ম্যাচের আগেই দলে যোগ করা হলো ওপেনার দিলারা আক্তারকে। দুই বছর পর ৫০ ওভারের সংস্করণের দলে ডাক এসেছে তার। মূলত প্রথম ওয়ানডেতে ৯৬ রানের ইনিংস খেলার পর ফিল্ডিংয়ে চোট পাওয়া শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নারী বিভাগের। তবে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, চোট গুরুতর না হওয়ায় দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনাই আছে সুপ্তার। দিলারা সর্বশেষ ওয়ানডে দলে ছিলেন ২০২২ সালের ডিসেম্বরে হওয়া নিউজিল্যান্ড সফরে। এরপর আর দলে ফেরা হয়নি তার। অবশেষে তাকে ডাকার ব্যাপারে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘পাওয়ার প্লেতে আরও বেশি রানের চিন্তা থেকেই দিলারাকে দলে নেওয়া। একই সঙ্গে একজন কিপার-ব্যাটারও বাড়তি থাকলো। সামনে যেহেতু টি-টোয়েন্টি সিরিজও আছে…।’ দিলারা জাতীয় দলে দুটি ওয়ানডে খেলেছিলেন অভিষেকের শুরুতে। এরপর টি-টোয়েন্টি দলেই নিয়মিত দেখা গেছে ২০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারকে।
Read Entire Article