দুই বিমানবালাকে মারধরের অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটে দুই বিমানবালাকে মারধরের অভিযোগে এক ২৮ বছর বয়সী সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ। রিয়াদ থেকে কলম্বো অভিমুখি একটি ফ্লাইটে এ মারধরের অভিযোগ উঠেছে। বিমানটি (২৬ অক্টোবর) সকাল ৬টা ৩২ মিনিটে কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এতে বলা হয়েছে, বিমান অবতরণের প্রস্তুতির সময় যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হয়। এ সময় ওই সৌদি নাগরিক টয়লেটে যাওয়ার চেষ্টা করেন। বিমানবালারা তাকে থামানোর চেষ্টা করলে তিনি রেগে গিয়ে তাদের ওপর হামলা চালান।
বিমানবালারা ঘটনাটি সঙ্গে সঙ্গে পাইলটকে অবহিত করেন। এর পরপরই বিমানটি অবতরণ করলে পুলিশের সহায়তায় ওই যাত্রীকে আটক করা হয়।
ডেইলি মিরর জানিয়েছে, ঘটনাটি বর্তমানে কাটুনায়েকে বিমানবন্দর পুলিশ এবং কাটুনায়েকে ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তদন্ত করছে। এছোড়া ঘটনাটি শ্রীলঙ্কার আকাশসীমায় সংঘটিত হওয়ায় সৌদি নাগরিকটিকে আগামীকাল (২৭ অক্টোবর) কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

4 hours ago
3









English (US) ·