নির্বাচনী খায়েশ থাকলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের ব্যারিস্টার অসীম
নির্বাচনী খায়েশ থাকলে পদত্যাগ করুন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেছেন, ‘উপদেষ্টাদের মধ্য থেকে কেউ যদি ইলেকশন করতে চায়, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।’
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় কোনো এক উপদেষ্টা বিশেষ উদ্দেশ্য নিয়ে গোপনীয়তা রক্ষা করে বিভিন্ন প্রজেক্ট পাস করিয়ে জনগণের সিমপ্যাথী নেওয়ার চেষ্টা করছেন বলে জানান নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি সেই উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘জনগণের কাতারে নেমে এসে নির্বাচনে অংশ নিন।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে রোববার বিকেল ৪টায় গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলের নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
মিছিলটি নিউমার্কেট-১ নম্বর গেট থেকে শুরু হয়ে ধানমন্ডি-২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

3 hours ago
5









English (US) ·