দুই ব্রাজিলিয়ানের জাদুতে বড় জয়ে ঘুরে দাঁড়ালো কিংস

1 month ago 26

দ্বিতীয় ম্যাচেই মোহামেডানের কাছে হার; বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল বসুন্ধরা কিংস। টানা পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি, পরের ম্যাচেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। শনিবার ঘর মাঠ কিংস অ্যারেনায় চ্যাম্পিয়নরা ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। প্রথমার্ধে কিংস ২-১ গোলে এগিয়েছিল।

কিংসের ঘুরে দাঁড়ানো বড় জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও মিগুয়েল দামাসেনো। দুইজন শুধু গোলই করেননি, তাদের কারিশমায় তৈরি করেন একের পর এক সুযোগ।

১০ মিনিট যেতে না যেতেই গোল করে দলকে লিড এনে দেন ফার্নান্দেজ। তবে সেই গোল শোধ করতে মাত্র দুই মিনিট সময় নিয়েছিল পুরনো ঢাকার দল রহমতগঞ্জ।

বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে কিংসের রক্ষণকে বোকা বানিয়ে বল জালে পাঠান জাতীয় দলের সাবেক অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন। এ বছর আবাহনী থেকে রহমতগঞ্জে যোগ দেওয়া জীবন আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

বিরতির আগে পেনাল্টি পায় কিংস। মিগুয়েল লক্ষ্যভেদ করে ব্যবধান ২-১ করেন। দ্বিতীয়ার্ধে সোহেল রানা ও তপু বর্মন গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জেতা দলটি।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠলো কিংস। টানা দুই ম্যাচ জেতা রহমতঞ্জ প্রথম হারলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তাদেরও পয়েন্ট ৬। গোলগড়ে টেবিলে তারা ষষ্ঠ স্থানে।

আরআই/আইএইচএস/

Read Entire Article