দুই মামলায় অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী

3 months ago 38

চাঁদপুরে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের করা পৃথক দুই মামলায় অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৬৪ নেতাকর্মী। 

বুধবার (২১ মে) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামসুন্নার দুটি মামলা থেকে এই আসামিদের খালাস দেন।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. বাবর বেপারি কালবেলাকে এ তথ্যটি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ মার্চ রাত সাড়ে ১১টায় চাঁদপুর-হাইমচর আঞ্চলিক সড়কের দক্ষিণ বালিয়া কাজীবাড়ির সামনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের  অবরোধ ও হরতাল কর্মসূচি চলাকালে ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ এনে ৩২ জন নামীয় এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। 

এই মামলায় প্রধান আসামি ছিলেন তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীরা। অন্যদিকে, ২০১৮ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় শহরের বকুলতলা রোডের রেললাইন এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন। পুলিশ ওই স্থানে ককটেল বিস্ফোরণ ও উসকানিমূলক স্লোগানের অভিযোগে ১৫ জনের নামীয় এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে পুলিশ। 

অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ প্রমুখ।

Read Entire Article