যোগদানের দুই মাসের মাথায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, প্রজ্ঞাপন জারি করে ওসি নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের কপি জেলা পুলিশের কাছে এসেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত ১৯ সেপ্টেম্বর ফয়জুল আজিম নোমান কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব নেন। তবে যোগদানের পর থেকেই ঘুস গ্রহণ, মামলা বাণিজ্যসহ নানান অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস