দুই সহযোগীসহ যুবলীগ নেতা আটক, মিললো মদ

1 month ago 16

সিলেটের জৈন্তাপুর থেকে দুই সহযোগীসহ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর যুবলীগের সভাপতিকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজারের তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে বিদেশি মদ জব্দ করা হয়।

আটকরা হলেন নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি হাবিবুর রহমান (৩৮), একই উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১) ও চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।

আটক হাবিবুর রহমান বর্তমানে সিলেট নগরীর মেজরটিলা মুগিরপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, তামাবিল মহাসড়কের ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রঙের প্রাইভেটকারে অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

Read Entire Article