এই ম্যাচ জেতা সম্ভব নয়। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস সেটা বুঝতে পেরেই ম্যাচ বাঁচানোর দিকে মনোনিবেশ করেন। কিন্তু তার প্রতিরোধ ভেঙে গেছে লাঞ্চের ঠিক আগের বলেই। ৭৩ বল খেলে ৩৩ রান করে ওয়াশিংটন সুন্দরের এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন স্টোকস।
ফলে এজবাস্টন টেস্টে ৬ উইকেটে ১৫৩ রান নিয়ে পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে গেছে ইংল্যান্ড। জিততে হলে তাদের করতে হবে আরও ৪৫৫ রান, যা বলতে গেলে অসম্ভব। ভারতের দরকার ৪ উইকেট। ৫৫.৩ ওভার খেলা বাকি আছে।
টেস্টের পঞ্চম ও শেষদিনে প্রায় পৌনে দুই ঘণ্টা বৃষ্টির কারণে খেলা হয়নি। ইংল্যান্ড হয়তো তখন স্বস্তিতেই ছিল। কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর প্রথম সেশনে ১০ ওভার কেটে রেখে খেলা শুরু করা হয়।
টানা দুই ওভারে ওলি পোপ আর হ্যারি ব্রুককে ফিরিয়ে শুরুতেই ইংলিশদের চাপে ফেলেন আকাশ দিপ। পোপ ২৪ রানে হন বোল্ড, ব্রুক ২৩ করে এলবিডব্লিউ।
এরপর বেন স্টোকস আর জেমি স্মিথ ১১৫ বল কাটিয়ে দেন। যোগ করেন ৭০ রান। স্টোকসের আউটে ভাঙে এই জুটি।
ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের পাহাড়সম জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ইংলিশরা।
এমএমআর/জিকেএস