দুটি সুখবর দিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি গুরুত্বপূর্ণ সুখবর’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সুখবর দেন। সারজিস আলম তার পোস্টে লেখেন- ‘পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর: ১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে। ২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।’ এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্ট, রিআকশনে ভরে যায় পোস্টটি। শেয়ারও হয় শতশত বার।  মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামের একজন লিখেছেন, ‘অনেক অনেক খুশির খবর। খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে। সুলতানা ইসলাম নামের একজন লিখেছেন, ‘প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমনই ফল পাবে

দুটি সুখবর দিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য ‘দুটি গুরুত্বপূর্ণ সুখবর’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সুখবর দেন।

সারজিস আলম তার পোস্টে লেখেন-

‘পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর:

১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।’

এদিন বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্ট, রিআকশনে ভরে যায় পোস্টটি। শেয়ারও হয় শতশত বার। 

মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামের একজন লিখেছেন, ‘অনেক অনেক খুশির খবর। খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।

সুলতানা ইসলাম নামের একজন লিখেছেন, ‘প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমনই ফল পাবে, অপেক্ষা শুধু সময়ের!’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow