সুন্দরবনের দুবলার চরে প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠছে রাস উৎসব। শুক্রবার (১৫ নভেম্বর) রাস পূর্ণিমার তিথিতে পূজা ও শনিবার পুণ্যস্নানের মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিক কার্যক্রম।
এ বছরও কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী যোগ দেবেন রাস উৎসবে এমনটাই ধারণা বন বিভাগের। কয়ক হাজার ট্রলার ইতোমধ্যে সুন্দরবনে প্রবেশের অনুমতি নিয়ে দুলবার চরের কাছাকাছি পৌঁছেছে।
রাস উৎসবে আগত মানুষকে নিরাপত্তা দিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ টহল জোরদার করেছে।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১২টার পর থেকে পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া শুরু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে।
এ বছর রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ করে দিয়েছে বন বিভাগ। দুবলার চরে আসতে সকল যাত্রীকে এই ৫ রুট ব্যবহার করতে হবে। অন্য কোনো রুট দিয়ে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে।
রাস মেলায় উপস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঢাংমারী ফরেস্ট স্টেশনের এসও মোহসীন আলী বলেন, এ বছর অনুমতি চেয়ে যে আবেদন জমা পড়েছে তা গত বছরের তুলনায় অনেক বেশি। কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন।