দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একটি ব্যতিক্রমী ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন। ছবিতে বুর্জ খলিফাসহ দুবাইয়ের আইকনিক স্কাইলাইনকে বরফে ঢাকা অবস্থায় দেখা যায়। ছবিটি তিনি শেয়ার করায় অনেক অনুসারীকেই বিস্মিত করেছে। খবর গালফ নিউজের।  ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে শেখ হামদান লেখেন, ‘আগামীকাল আবহাওয়া এমনই অনুভূত হবে।’ মূলত আসন্ন তীব্র শীতের অনুভূতি বোঝাতেই রসিকতার ছলে এই ছবি পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তার লাখো অনুসারীর মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে। গত কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে শীতল বাতাস বইছে। তাপমাত্রা কমে যাওয়ায় বাসিন্দাদের অনেকেই শীতের পোশাক বের করতে শুরু করেছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা নেমে এসেছে ০.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির শেষ ভাগে এমন ঠান্ডা পরিস্থিতির আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমানে দুবাইসহ বিভিন্ন এলাকায় শীতল হাওয়া ও কমতে থাকা তাপমাত্রা

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একটি ব্যতিক্রমী ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন। ছবিতে বুর্জ খলিফাসহ দুবাইয়ের আইকনিক স্কাইলাইনকে বরফে ঢাকা অবস্থায় দেখা যায়। ছবিটি তিনি শেয়ার করায় অনেক অনুসারীকেই বিস্মিত করেছে। খবর গালফ নিউজের। 

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে শেখ হামদান লেখেন, ‘আগামীকাল আবহাওয়া এমনই অনুভূত হবে।’ মূলত আসন্ন তীব্র শীতের অনুভূতি বোঝাতেই রসিকতার ছলে এই ছবি পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তার লাখো অনুসারীর মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে।

গত কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে শীতল বাতাস বইছে। তাপমাত্রা কমে যাওয়ায় বাসিন্দাদের অনেকেই শীতের পোশাক বের করতে শুরু করেছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা নেমে এসেছে ০.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির শেষ ভাগে এমন ঠান্ডা পরিস্থিতির আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমানে দুবাইসহ বিভিন্ন এলাকায় শীতল হাওয়া ও কমতে থাকা তাপমাত্রার কারণে পরিবেশে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি আরও জানিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে। পূর্ব দিক থেকে আসা একটি নিম্নচাপ এবং পশ্চিম দিকের উচ্চচাপ বলয়ের সংঘাতে এই শীতল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে উপরের বায়ুমণ্ডলে দুর্বল নিম্নচাপও ভূমিকা রাখছে।

যদিও ক্রাউন প্রিন্সের শেয়ার করা ছবিটি বাস্তব তুষারপাতের নয়, বরং কল্পনাপ্রসূত একটি ভিজ্যুয়াল। তবু এটি বর্তমান আবহাওয়ার অনুভূতিকে যথাযথভাবে তুলে ধরেছে। শীতের এই অপ্রত্যাশিত ঝাপটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাসিন্দাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow