দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে কর্নেল অলির শুভেচ্ছা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইসলামের শিক্ষা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ন্যায় ও শান্তির ওপর জোর দেয়। প্রতিটি ধর্মের মানুষ মর্যাদার সঙ্গে উৎসব পালনের অধিকার রাখে। আমরা আশাবাদী, দুর্গোৎসবের মাধ্যমে সেই পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির প্রতিফলন দেখা যাবে এবং সমাজে ঐক্য আরও সুদৃঢ় হবে।
কর্নেল অলি বলেন, আমরা আশা করি, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে সম্পন্ন হবে। কোনো অশুভ শক্তি যেন এ সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সকলে সতর্ক থাকবেন—এই আহ্বান জানাই।