শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অভিনেত্রী ও কোরিওগ্রাফার জ্যোতি সিনহার দুটি পরিবেশনা প্রচার হবে টিভি চ্যানেলে।
এর মধ্যে ‘আগমনী’ নামের নাচটি মহালয়ার দিন বৈশাখী টেলিভিশনে প্রচার করা হয়েছে, পুজোর সময়েও আবার প্রচার করা হবে। আরেকটি পরিবেশনার নাম ‘মাতৃবন্দনা’। প্রচার হবে এনটিভির পূজা অনুষ্ঠানমালায়।
জ্যোতি বলেন, ‘এই দুটি পরিবেশনায় মণিপুরি নাচের সাথে সমকালীন নৃত্যধারা ও... বিস্তারিত