দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান ব্যবহার করছে হাইওয়ে পুলিশ
ঈদ শেষে মানুষের কর্মস্থলে ফেরা ও বেড়াতে যাওয়া শুরু হয়েছে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে এখন যানবাহনের সংখ্যা কম থাকার কারণে বেশিরভাগ গাড়ির ড্রাইভার দ্রুত ও বেপরোয়া গতিতে তাদের গাড়ি চালানোর চেষ্টা করেছে। ইতোমধ্যে বেশ ক’টি দুর্ঘটনাও ঘটেছে।
যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
বেপরোয়া গতির কারণে মঙ্গলবার (১ মার্চ) মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত আরও ২০ যাত্রী।
বুধবার (২ এপ্রিল) দাউদকান্দিতে বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। এতে ১৫ যাত্রী আহত হয়।
কুমিল্লা দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম শেষ প্রান্ত পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কে যাত্রীবাহী বাসের গতিনিয়ন্ত্রণে বুধবার থেকে বিশেষ উদ্যোগ নিয়েছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সব থানা এলাকায় অফিসার ইনচার্জদের নেতৃত্বে স্পিড গান ব্যবহার করা হচ্ছে। যারাই অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন ওই যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা এতে কমে এসেছে। মানুষের জীবন নিরাপদ করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।