দুর্নীতিবন্ধের পদক্ষেপে সরকারের বিরুদ্ধে নেমেছে ফ্যাসিবাদী আমলারা

3 months ago 8

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘চাকরিতে দুর্নীতি বন্ধের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ায় ফ্যাসিবাদী আমলারা সরকারের বিরুদ্ধে নেমেছে।’

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এনসিপির নোয়াখালী জেলার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এনবিআর থেকে প্রতি বছর লাখ কোটি টাকা পাচার হয়। সেই এনবিআর সংস্কারে সরকার বলছে কর আরোপ করবে একটি সংস্থা, আর আদায় করবে অন্য সংস্থা। এতে একটি গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তাদের দাবি, এনবিআরে আগের মতো চুরির সিস্টেম বহাল রাখতে হবে।’

হান্নান মাসউদ বলেন, ‘মনে রাখতে হবে যুগ পরিবর্তনের জন্য হাজার মানুষের প্রয়োজন নেই, বিপ্লবী নেতৃত্বের কয়েকজনই যথেষ্ট। এদেশ থেকে দুর্নীতি রুখতে হলে সর্বপ্রথম সরকারি আমলাদের মধ্য থেকে দুর্নীতিবাজদের বাছাই করতে হবে। যারা এখনো ফ্যাসিজমের দোসর হিসেবে কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে।’

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত বারবার আমাদের চোখ রাঙানি দিচ্ছে। শেখ হাসিনার আমলে তারা আমাদের দেশের শিল্প, চিকিৎসা, কৃষি খাত দখলে নিয়েছিল। এমনকি ভারত থেকে অস্ত্র কিনতে বাধ্য করে আমাদের মিলিটারি শক্তিকে দায়বদ্ধ করা হয়েছিল। তাদের পুরানো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারত না সেগুলো বাংলাদেশের কাছে তারা জোরপূর্বক বিক্রি করতো।’

হান্নান মাসউদ বলেন, ‘আমরা যদি ভারত থেকে অস্ত্র কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের সঙ্গে কখনো সেই অস্ত্র দিয়ে লড়াই করতে পারবে না। আজকের রাজনৈতিক বিভিন্ন দল এবং মিলিটারি শক্তিসহ অনেকেই দিল্লির সেই দাসত্ব নাকে খত দিয়ে মেনে নেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ কখনো তাদের আশা পূরণ হতে দিবে না।’

সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল, দলের নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং সমন্বয় কমিটি গঠনের উদ্দেশ্যে নোয়াখালী জেলা নেতৃবৃন্দরা তাদের মতামত তুলে ধরেন।

এতে নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় সভার উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন।

সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাত প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

Read Entire Article