দুর্নীতির অভিযোগে এনসিটিবি চেয়ারম্যানের বিরুদ্ধে রিট

4 hours ago 3

দুর্নীতির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন এ আবেদন করেন। তিনি নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিন্ডিকেট করে ছাপাখানা মালিকরা বই ছাপার কাজ বাগিয়ে নিলেও দরপত্র যাচাই ও মূল্যায়নে পিপিআর ২০০৮-এর ৩১(৩) বিধি অনুযায়ী টেন্ডার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি হলে রি-টেন্ডারের সুপারিশ করার কথা। ছাপাখানা মালিকরা প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশিতে টেন্ডার জমা দিলেও এনসিটিবি পুনরায় টেন্ডার না করেই কাজ দিয়ে দেয়।

কামাল হোসেন বলেন, ‌‘প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি টাকা ব্যয় করেছে এনসিটিবি। সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে দুর্নীতি হয়েছে বলে প্রতীয়মান হয়। একজন অভিভাবক ও আইনজীবী হিসেবে আমি প্রথমে দুদকে আবেদন করেছি। এবার রিট আবেদন করেছি।’

জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, মামলা বা রিটের বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আইনি বিষয় আইনিভাবে মোকাবিলা করা হবে।

এএএইচ/এমআইএইচএস

Read Entire Article