দুর্নীতির ধারণা সূচকে ভারত-পাকিস্তানের অবনতি

6 hours ago 5

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪ প্রকাশিত হয়েছে। দুর্নীতির এই সূচকে দেখা গেছে, পাকিস্তান ও ভারতের অবনতি হয়েছে।

২০২৪ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৩৫তম। যদিও ২০২৩ সালে এই তালিকায় দেশটির অবস্থান ছিল ১৩৩তম।

অন্যদিকে ভারতের অবস্থান ৯৬তম। যদিও এই তালিকায় ২০২৩ সালে দেশটির অবস্থান ছিল ৯৩তম।

এদিকে দুর্নীতির ধারণা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫১তম। গত বছর এ অবস্থান ছিল ১৪৯তম।

দুর্নীতির ধারণা সূচক-২০২৪ এ বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট কমে গত ১৩ বছরে এখন সর্বনিম্ন ২৩ পয়েন্ট। উচ্চক্রম অনুযায়ী দুই ধাপ অবনতিতে বাংলাদেশের অবস্থান ১৫১তম।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।

টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৩, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৪।

এমএসএম

 

 

 

Read Entire Article