দুর্নীতির মামলায় হাসিনার বিরুদ্ধে আপিল শুনানির উদ্যোগ

3 months ago 44

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ জুলাই এ সংক্রান্ত বিষয়ে শুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে দুদক। এর আগে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালের ২ জুলাই তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০০৮ সালের ৩ মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়।

এফএইচ/এএমএ/এমএস

Read Entire Article