দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার বাসচালক

3 hours ago 5
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা চালক আগুনে পুড়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত চালক জুলহাস উদ্দিন (৩৮) পৌর সদরের ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশন নামীয় পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা আলম এশিয়ার বাসে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুরো গাড়ি পুড়ে যায়। গাড়িতে থাকা চালক পুড়ে মারা গেছেন। এ ছাড়া আরও দুজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় বাবুল শিকদার বলেন, গভীর রাতে খবর পাই একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরে বাড়ি থেকে এসে দেখি পুরো গাড়ি পুড়ে গেছে। সেইসঙ্গে গাড়িচালক পুড়ে অঙ্গার হয়ে গেছে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান কালবেলাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
Read Entire Article