দুর্ভিক্ষের গাজায় পদে পদে বিপদ, নিহত আরও ৬৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ ধারণ করছে। মানুষ যখন সামান্য খাবারের সন্ধানে দিশেহারা তখন গাজার নতুন নতুন এলাকার পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টায় ইসরায়েলি বাহিনী। তারা বিভিন্ন এলাকায় অভিযানের তীব্রতা বাড়িয়েছে। এতে এক দিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় মানবিক সহায়তা কেন্দ্রেও হামলা হয়েছে। ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ দিন অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের।
নতুন করে নিহতদের মধ্যে মঙ্গলবার (২৬ আগস্ট) গাজা নগরীর পূর্বাঞ্চলে একটি জনবহুল বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
হতাহতাদের আল-আহলি আরব হাসপাতালে আনা হয়। হাসপাতালটিতে আগে থেকেই উপচে পড়া রোগী ছিল। গুরুতর আহতদেরও কেবল প্রাথমিক চিকিৎসা দিয়ে সময়ক্ষেপণ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই দফায় চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার (২৫ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলার পর উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে এলে হাসপাতালে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার মুহূর্তে মাসরির পরিচালিত রয়টার্সের সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।
রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা গভীরভাবে শোকাহত, আমাদের সহকর্মী হুসাম আল মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায়। আমরা জরুরি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং গাজা ও ইসরায়েলের কর্তৃপক্ষকে হাতেমের জন্য দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।’