দুয়োধ্বনির পরও সমর্থকদের পাশে চাইলেন ডি ব্রুইন

3 months ago 26

ইউরো টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠেছে বেলজিয়াম; কিন্তু গোলশূন্য ড্র করে সমর্থকদের মন ভরাতে পারেনি লুকাকু, ডি ব্রুইনরা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচে তেমন ভালো না খেললেও গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে সুযোগ করে নিয়েছে তারা। কিন্তু ম্যাচ শেষে সমর্থকদের দুয়োধ্বনিতে যারপরানই হতাশ ম্যানসিটি তারকা ডি ব্রুইন। এতকিছুর পরেও সমর্থকদের পাশে চাইলেন তিনি।

ডুসেলডর্ফে গোলশূন্য ড্রয়ের দিনে ম্যাচ সেরা হন ডি ব্রুইন। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। ম্যাচ শেষে বেলজিয়ান খেলোয়াড়রা যখন সমর্থকদের ধন্যবাদ দিতে তাদের সামনে যাবে তখনই তারা দুয়োধ্বনি দেয়া শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ডি ব্রুইনা ও তার দল ড্রেসিং রুমে চলে যায়।

ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা ম্যাচটি জিততে চেষ্টা করেছিলাম। আমরা গোলের সুযোগও পেয়েছিলাম। কিন্তু আমরা কর্নারে ঝুঁকি নিতে চাইনি কারণ গোল খাওয়ার সম্ভাবনা ছিল আমাদের।'

'যদি সেটি ঘটতো তাহলে আমাদের ইউরো থেকে বিদায় নিশ্চিত হতো। এটা লজ্জাজনক যে আমরা গোল করতে পারিনি। আমরা সুযোগ পেয়েছিলাম। আমাদের সমর্থকদের পাশে থাকার অনুরোধ করছি। সমর্থকদের দরকার আমাদের। ফ্রান্সের বিপক্ষে অনেক বেশি দরকার। কেবল এটাই বলতে পারি।'

ভক্তদের এমন আচরণে অবাক হয়েছেন বেলজিয়াম কোচ ডোমিনিকো তেদেসকো। তিনি বলেন, 'অবশ্যই তাদের আচরণে আমরা অবাক হয়েছি। আমরা পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম এবং পেরেছি। আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম কিন্তু রোমানিয়ার সাথে দারুণভাবে জিতেছি। আজকের ম্যাচটি কঠিন ছিল। কিন্তু আমার বার্তা পরিষ্কার ছিল৷ আমরা জিততেই খেলব। আমরা শুরুতে গোল করতে পারতাম। যদি দর্শকরা দুয়ো দেয় আমাদের তা মেনে নিতে হবে।'

আরআর/আইএইচএস/

Read Entire Article