দুয়োর ঘটনায় পাশে দাঁড়ানোয় ঢাকা ক্যাপিটালসের প্রতি কৃতজ্ঞতা লিটনের

5 days ago 7

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালীন মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। এ সময় গ্যালারিতে থাকা কিছু সমর্থক লিটনকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকেন।

লিটনকে তখন দর্শকদের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায়। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। নেটিজেনদের বেশিরভাগ দর্শকদের এমন আচরণের সমালোচনা করেছেন, লিটনের পাশে দাঁড়িয়েছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশদ এক স্ট্যাটাস দিয়ে দলের তারকা ক্রিকেটারের পক্ষে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালসও। তাদের লেখা ছিল এমন, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’

লিটনের প্রশংসা করে শাকিব খানের দলটি আরও লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

ঢাকা ক্যাপিটালসের সেই স্ট্যাটাস হৃদয় ছুঁয়েছে লিটনের। যারা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের এই তারকা উইকেটরক্ষক।

লিটন আজ (শনিবার) তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের চমৎকার আচরণে সত্যিই মুগ্ধ। যারা আমাকে এবং সকল অ্যাথলেটকে তাদের ভালো-খারাপ সময়ে সমর্থন দিয়ে যান, তাদের সবাইকে ধন্যবাদ। আপনার বিশ্বাসই আমাদের কাছে পৃথিবী।’

এমএমআর/এএসএম

Read Entire Article