দূর্বল ব্যবস্থাপনা, গেট ভেঙ্গে দর্শক ঢুকলো স্টেডিয়ামে

4 months ago 9

যে শঙ্কা করা হয়েছিল সেটাই হলো শেষ পর্যন্ত। বাংলাদেশ ও ভুটানের ম্যাচ শুরু হওয়ার পরও গ্যালারির অনেক চেয়ার ফাঁকা ছিল। কারণ, সময়মতো গ্যালারিতে দর্শক ঢুকতে না পারা। দর্শকদের প্রবেশের জন্য গেটগুলোয় যে ব্যবস্থাপনা ছিল তাতে অপেক্ষমান লাইন ছিল লম্বা। অধৈর্য্য হয়ে একদল দর্শক গেট ভেঙ্গে ঢুকে পড় স্টেডিয়ামে। টিকিট হাতে থাকা দর্শকদের সাথে টিকিটি ছাড়াও অনেকে ঢুকে পড়েন বলেই জানা গেছে।

গেটে দায়িত্ব পালন করা এক নিরাপত্তাকর্মী প্রেস বক্সে এসে বলে গেলেন, ‘চার নম্বর গেট ভেঙ্গে অনেকে স্টেডিয়ামে ঢুকে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার এমন দূর্বল অবস্থা আগে কখনো দেখা যায়নি।’

গেট ভাঙ্গার পর উত্তর গ্যালারি দর্শকে ভরে যায়। তবে এই প্রতিবেদন লেখার সময় পশ্চিম গ্যালারির অনেক চেয়ার খালি ছিল। দর্শক টিকিট কিনতে চেয়ে কিনতে পাননি, এখন ঢুকতে এসেও বিড়ম্বনায় তারা।

ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে আগে থেকেই উম্মাদনা ছিল চরমে। বাফুফে কর্মকর্তারা গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দিলেও বাস্তবে দেখা গেলো উল্টো।

অব্যবস্থপনার শিকার গণমাধ্যমকর্মীরাও। অনেকে প্রেসবক্সে ঢুকেছেন খেলা শুরুর ৩০ মিনিট পর। তারপরও অনেকে ঢুকতে পারছিলেন না। আন্তর্জাতিক ম্যাচে প্রেসবক্সে টেলিভিশন থাকে। যা আগে দেওয়া হয়নি। খেলা শুরুর কিছু সময় আগে টিভি আনা হয় প্রেসবক্সে। যদিও প্রথমার্ধে টিভি চালু করতে পারেনি বাফুফে।

আরআই/আইএইচএস/

Read Entire Article