দূষণরোধী অভিযান চালিয়ে চারটি ইটভাটা বন্ধ, জরিমানা আদায়সহ দুই হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন জব্দ ও বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর ও ঢাকায় মোবাইল কোর্ট ৯টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চারটি ইটভাটার কার্যক্রম বন্ধসহ আটটি ইটভাটায় কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন জব্দে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং দুই হাজার ৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।
ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দুটি মামলায় দুই হাজার টাকা জরিমানা এবং আটটি পরিবহনকে সতর্ক করা হয়।
গাজীপুর, রাজধানীর বাংলামোটর ও মিরপুর এলাকায় নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে তিনটি অভিযান চালানো হয়। এ সময় দুটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
আরএএস/ইএ/এএসএম